বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০১৯

চাটমোহরে আটক তক্ষক বন বিভাগে হস্তান্তর

পাবনার চাটমোহরে উদ্ধারকৃত তিনটি তক্ষক ছবি : বাংলাদেশের খবর


পাবনার চাটমোহরে শুক্রবার দুপুরে তিনটি তক্ষক বন বিভাগের হস্তান্তর করা হয়েছে। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এফজি লালন উদ্দিন ও উপজেলা বন কর্মকর্তা ফরেস্টার আবদুল কুদ্দুসের কাছে তক্ষকগুলো হস্তান্তর করেন থানার ওসি সেখ নাসীর উদ্দিন।

পুলিশ জানান, সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি কুঠিপাড়া থেকে এই বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ঐ গ্রামের কোবাদ আলী মুসুল্লীর ছেলে সৈয়ব আলী মুসুল্লীর বাড়িতে অভিযান চালিয়ে একটি বাক্সে রক্ষিত তক্ষক তিনটি উদ্ধার করেন। এ সময় পালিয়ে যায় সৈয়ব আলী।

এলাকাবাসী ও পুলিশ জানান, সৈয়ব আলী দীর্ঘদিন ধরে সিলেট ও চট্টগ্রাম থেকে গোপনে তক্ষক এনে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বিক্রি করতো।
থানার অফিসার ইনচার্জ সেখ মো. নাসীর উদ্দিন জানান, তক্ষক গুলো থানা হেফাজতে রাখা হয়েছিল। সেগুলো বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। থানায় সৈয়ব আলীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১