আপডেট : ০৪ October ২০১৯
নওগাঁর মহাদেবপুরে বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে নাটুয়াপাড়া (বড়বিলা) আবাসন। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এ আবাসন প্রকল্পে ২২০টি পরিবারে ৫ শতাধিক মানুষ। শুক্রবার সরজমিনে গিয়ে দেখাগেছে, প্লাবিত হওয়ার ৪ দিন পরেও এ আবাসনের প্রায় ৭০টি ঘরের পানি এখনো শুকায়নি। পাণি মাড়িয়ে প্রবীণ, শিশুসহ সবাইকে চলাচল করতে হচ্ছে দৈন্দদিন চাহিদা মেটানোর জন্য। আতোয়ার হোসেন, ইমান সরদার, গহের আলী ও মকলেছার রহমানসহ এ আবাসনের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাবলু আলী জানান, গত সোমবার ও মঙ্গলবারের বৃষ্টিতে এ আবাসনের ২২০টি বাড়ির মধ্যে প্রায় ১৮০টি বাড়িসহ আবাসনের বড় ৩টি পুকুর প্লাবিত হয়েছে। ৪ দিন ধরে পানিবন্দি থাকলেও সরকারি কোনো সহযোগিতা না পাওয়াই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। নাটুয়াপাড়া (বড়বিলা) আবাসন এলাকায় উপস্থিত স্থানীয় ইউপি মেম্বার আব্দুল করিম জানান, এ এলাকাটি প্লাবিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরষিদ চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। নাটুয়াপাড়া বিলের ধারে নিচু এলাকায় আবাসনটি হওয়াই একটু ভারি বর্ষণ হলেই প্লাবিত হয়। ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন জানান, গত ৪ দিন আগে উপজেলার নাটুয়াপাড়া (বড়বিলা) আবাসনটি বৃষ্টির পানিতে প্লাবিত হওয়াই বাড়িঘরের ক্ষয়ক্ষতিসহ অধিকাংশ পরিবার মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, উপজেলার নাটুয়াপাড়া (বড়বিলা) আবাসনটি বৃষ্টির পানিতে প্লাবিত হওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি । অচিরেই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১