বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০১৯

তালায় ১৮৭ মন্দিরে সরকারি অনুদান


সাতক্ষীরার তালায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৮৭ মন্দিরে সরকারি অনুদান মন্দির প্রতি ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে তালা সরকারি কলেজ হলরুমে এই অনুদান বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে তালা-কলারোয়ার সাবেক সংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন এবং দলীয় নেতা কর্মীসহ এসময় উপজেলার সকল মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১