বাংলাদেশের খবর

আপডেট : ০৪ October ২০১৯

ফজলুর রহমান বাবুর ‘দুঃখ দিবা কারে’


অভিনেতার পাশাপাশি গায়ক হিসেবেও সমান জনপ্রিয় ফজলুর রহমান বাবু। তার গাওয়া গানের ভক্তও নেহাত কম নয়। ‘অল্প না বয়সের সখিনা ছেরি’, ‘সোনাই হায় হায় রে’, ‘ইন্দুবালা’ ইত্যাদি গানসহ বেশ কিছু গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের।

সেই সুবাদে মাঝে মাঝেই তিনি অডিও ও চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিলেন গুণী এই অভিনেতা।

‘দুঃখ দিবা কারে’ শিরোনামের গানটির সুর করেছেন সংগীতশিল্পী বেলাল খান। তার সঙ্গে এটিই বাবুর প্রথম কাজ। গানটির কথা লিখেছেন এ মিজান ও সংগীতায়োজন করেছেন এম এ রহমান।

বেলাল খান বলেন, প্রথমবার বাবু ভাইয়ের সঙ্গে গান করা হলো। আমার সুরে গাইলেন। আগে থেকেই একে-অপরকে চিনতাম। কিন্তু কাজ করা হলো এই প্রথম। ভালো লাগছে। সুন্দর একটি গান করার চেষ্টা করেছি।

গানটির গীতিকার এ মিজান জানান, গানটি ভিডিও আকারে প্রকাশ পাবে। শিগগিরই গানটির দৃশ্য ধারণ হবে। এতে ফজলুর রহমান বাবুকেও দেখা যাবে। মিউজিক ভিডিও নির্দেশনা দেবেন সৌমিত্র ঘোষ ইমন। প্রকাশ পাবে ম্যাক্স ব্যাক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১