আপডেট : ০৩ October ২০১৯
রঙের খেলার সুরের ভেলায় পূজার মেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুরন্ত টেলিভিশনের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে জনপ্রিয় অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’-এর বিশেষ পর্ব ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিশেষ এ পর্বে শিশুদের সঙ্গে একসঙ্গে গান গাইবেন তিন খালামণি। দেবলীনা সুর, চম্পা বণিক এবং আবিদা সুলতানা শিশুদের সঙ্গে মেতে উঠবেন পূজার আনন্দে। ঢাক-ঢোল ও ধূপের সঙ্গে পূজার গান গেয়ে আনন্দে মেতে উঠবে সবাই। ‘রঙের খেলার সুরের ভেলায় পূজার মেলায়’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। পূজার এই বিশেষ পর্বটি প্রচারিত হবে আগামী ৭ অক্টোবর সোমবার রাত ৯টা ৩০ মিনিটে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১