আপডেট : ০২ October ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বুধবার (২ অক্টোবর) বিকেলে তাদের মধ্যে কথা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন। এসময় সম্প্রতি লন্ডনে শেখ হাসিনার চোখের চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। খবর বাসসের প্রধানমন্ত্রীর প্রেসসচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিফোনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চোখের বর্তমান অবস্থারও খোঁজ-খবর নেন। শেখ হাসিনা চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১