বাংলাদেশের খবর

আপডেট : ০১ October ২০১৯

জাবি উপাচার্যকে আন্দোলনকারীদের লাল কার্ড


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে নৈতিক স্থলন ও অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত করে তার পদত্যাগের দাবিতে লাল কার্ড প্রদর্শন করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

এসময় আন্দোলনকারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের পদত্যাগের আল্টিমেটামের আজ শেষ দিন। এজন্য ভিসিকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে।

দুর্নীতির অভিযোগে উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই কালো পতাকা মিছিলসহ নানা কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। স্বেচ্ছায় পদত্যাগ না করলে, আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে, গত ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যায় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে স্বেচ্ছায় পদত্যাগের জন্য ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে ১লা অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১