আপডেট : ২৯ September ২০১৯
টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংর্ঘষে আলী আকবর (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।শনিবার বিকেলে বড়চওনা-কালিহাতীসড়কের হারুন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবরউপজেলার তৈলধারা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে এবং ওই বাজারের হার্ডওয়ারের ব্যবসা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আলী আকবর শনিবার ব্যবসায়ী কাজে মোটরসাইকেল নিয়ে বড়চওনা বাজারে যায়। ফেরার পথে বড়চওনা-কালিহাতী সড়কের হারুন মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকবর আহত হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই আলী আকবরের মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১