আপডেট : ২৯ September ২০১৯
পর আবারো অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার প্রিয় মুখ শায়লা সাবি। শ্রাবণী ফেরদৌসের পরিচালনায় এলিনা শাম্মীর রচনায় ‘অন্যরকম ভালোবাসা’ নাটকে প্রিয়ন্তী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আবারো অভিনয়ে ফিরেছেন সাবি। তবে সাবির ভাষ্যমতে এখন আর আপাতত অভিনয়ে বিরতি দেবেন না তিনি। ভালো ভালো গল্পের নাটকে টানা অভিনয় করে যেতে চান তিনি। ‘অন্যরকম ভালোবাসা’ নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না। নাটকটি ‘ক্লাব ইলেভেন’ ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে। গেল শুক্র ও শনিবার রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে শায়লা সাবির বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এর আগেও শায়লা সাবি ও ইরফান সাজ্জাদ একসঙ্গে নাটকে অভিনয় করেছেন। আবারো বিরতির পর সাজ্জাদের বিপরীতেই অভিনয়ে ফিরেছেন তিনি। শ্রাবণী ফেরদৌসের নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করা প্রসঙ্গে শায়লা সাবি বলেন, ‘শ্রাবণী আপুর সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। ভীষণ ভালো লেগেছে তার নির্দেশনায় কাজ করতে। বেশ আরাম দিয়ে তিনি তার কাজ আদায় করে নিয়েছেন। আমি প্রিয়ন্তী চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর সাজ্জাদ ভাইয়ের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। সব সময়ই তিনি দারুণ সহযোগিতাপরায়ণ। আমি অন্যরকম ভালোবাসা নাটকটি নিয়ে একটু বেশিই আশাবাদী।’ নাটকটির গল্প প্রসঙ্গে শ্রাবণী ফেরদৌস জানান, অন্যরকম ভালোবাসা একটু অন্যরকম ভালোবাসার গল্প। যাকে ভালোবাসা যায় তার অতীত বিচার না করে তার বর্তমানকে ভালোবাসতে হবে। বর্তমানকে নিয়েই বাঁচতে হবে। অন্যরকম ভালোবাসায় এই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শায়লা সাবি প্রথম অভিনয় করেন ওয়াহিদ আনামের নির্দেশনায় একটি নাটকে। এখন পর্যন্ত তিনি চারটি সিনেমাতে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা গীতালি হাসান পরিচালিত ‘প্রিয় তুমি সুখী হও’। এতে তার বিপরীতে ছিলেন ফেরদৌস আহমেদ। এরপর তিনি আকরাম খানের ‘ঘাসফুল’, সাইমন তারিকের ‘ ক্রাইম রোড’ ও তানিম রহমান অংশুর ‘আদি’ সিনেমায় অভিনয় করেন। ‘আদি’ সিনেমাটি এখনো মুক্তি পায়নি। বাকি তিনটি সিনেমাই মুক্তি পেয়েছে। বিরতির মাঝখানে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় আফরান নিশোর বিপরীতে একটি নাটকে অভিনয় করেন। এর আগে সাবি ইরফান সাজ্জাদের বিপরীতে ‘বধূ বিজয়’, ‘কপালের টিপ’, ‘সমান্তরাল’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১