বাংলাদেশের খবর

আপডেট : ২৭ September ২০১৯

টিয়া পাখির শোকে পিতা-পুত্রের বিষপান

বিষপানে আত্মহত্যার চেষ্টা করা রবিউল ইসলাম(২৫) ও পিতা আবুল হোসেনও (৫০) ছবি : বাংলাদেশের খবর


লালমনিরহাটের হাতীবান্ধায় পালিত একটি টিয়া পাখিকে কামড়ে মেরে ফেলেছে কুকুর। এই শোকে ও অভিমানে রবিউল ইসলাম(২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পুত্রের বিষপানের সংবাদে ছড়িয়ে গেলে পিতা আবুল হোসেনও (৫০) বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দোলাপাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র রবিউল ইসলাম বাড়ীতে একটি টিয়া পাখি পোষতেন। রবিউল তার পালিত টিয়া পাখিকে বাড়িতে দেখে শুনে রাখতে বলেন তার পিতা মাতাকে। কিন্তু শুক্রবার দুপুরে একটি কুকুর টিয়া পাখিটিকে কামড় দিয়ে মেরে ফেলেন। এ সংবাদ শুনে জেদি রবিউল অভিমানে বিষপানে আতত্মহত্যার চেষ্টা চালায়। এ সংবাদ শুনে পুত্রের প্রতি মমত্ব ও ভালবাসায় পিতা আবুল হোসেনও বিষপান করেন। স্থানীয়রা ছুটে এসে পিতা- পুত্রকে এনে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পিতা ও পুত্র বিষপান করলেও বর্তমানে তারা আশংকামুক্ত বলে জানান হাতীবান্ধা হাসপাতালের চিকিৎসক আল মামুন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১