আপডেট : ২৬ September ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ (২০১৯-২০) স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এই ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ১৫.৪৯ শতাংশ। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা ১ হাজার ২৫০ এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ২৯ হাজার ৬৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ নেন ২৮ হাজার ১৬৯ জন। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত (এমসিকিউ উত্তীর্ণ) হয়েছেন ৬ হাজার ৮০২ এবং সমন্বিত পাস করেছেন ৪ হাজার ৩৬২ জন। ফল জানা যাবে www.admission.eis.du.ac.bd ওয়েবসাইটে। উত্তীর্ণ শিক্ষার্থীদের (মেধা তালিকা ১ থেকে ১,২৫০ পর্যন্ত) ‘চয়েস ফরম’ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবরের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১