আপডেট : ২৬ September ২০১৯
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়ৎ থেকে জেলিযুক্ত আনুমানিক ২ লাখ টাকা মূল্যের ২৫০ কেজি বাগদা চিংড়ি আটক করেছে র্যাব-১১। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে র্যাব-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১-এর কমান্ডার মো. সাইফুর রহমানের নেতৃত্বে চিংড়িসহ পাঁচজনকে আটক করা হয়। উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত পাঁচজনকে এক মাসের কারাদন্ড দেন। অভিযুক্তরা হচ্ছেন উপজেলার দক্ষিণ মেদিনীমন্ডল গ্রামের শান্তি দাস (৬৫), ভজন লাল দাস (৫৮), জাকির খান (২৮), সোহাগ খান (২৮) এবং ঝাউটিয়া গ্রামের রনি মালো (২৪)। আটক জেলিযুক্ত বাগদা চিংড়িগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইদ্রিস আলীর নেতৃত্ব মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১