বাংলাদেশের খবর

আপডেট : ২৫ September ২০১৯

কুমিল্লার ৮০৯ মণ্ডপে হবে শারদীয় দূর্গোৎসব


শরতের কাশফুলের সাদা শুভ্রতা মনে করিয়ে দেয় দেবী দূর্গার আগমণী বার্তা। আগামী ৪ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও এখন প্রতিটি পূজা মন্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি।

কুমিল্লা জেলার মহানগরী সহ ১৭টি উপজেলায় ৮০৯টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। পঞ্জিকার তথ্যমতে এবার দেবী দুর্গা মর্ত্যলোকে (পৃথিবীতে) আগমণ করবেন ঘোটকে এবং পাঁচ দিনের পূজা শেষে দশমী পূজার মধ্য দিয়ে স্বর্গালোকে গমনও করবেন ঘোটকে।

শারদীয় উৎসবের অন্যতম আকর্ষণ হচ্ছে মন্ডপে মন্ডপে দেবী দূর্গার প্রতীমা তৈরি করা। কুমিল্লা মহানগরীসহ ১৭টি উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে একযোগে চলছে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি। বেশিরভাগ মণ্ডপেই চলছে মৃৎ শিল্পীদের নিপুন হাতের মাটির কারুকাজ। কোন মণ্ডপে চলছে প্রতীমায় রংয়ের কাজ। আবার কোনোটিতে মূর্তির তৈরির পাশাপাশি তোরণ নির্মাণের কাজও।

এবার মহানগরীতে পূজা মণ্ডপ ৭৩টি। জেলার মুরাদনগর উপজেলা ১৫৬টি, দেবিদ্বার উপজেলায় ৯১টি, বরুড়া উপজেলায় ৮৬টি, চান্দিনা উপজেলায় ৭৪টি, দাউদকান্দি উপজেলায় ৫৫টি, হোমনা উপজেলায় ৪৭টি, বুড়িচং উপজেলায় ৩৯টি, লাকসাম উপজেলায় ৩৪টি, সদর দক্ষিণ উপজেলায় ৩০টি, আদর্শ সদর উপজেলায় ২৬টি, চৌদ্দগ্রাম উপজেলায় ২৩টি, মনোহরগঞ্জে ১৭টি, লালমাই উপজেলায় ১৫টি, তিতাস উপজেলায় ১৫টি, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৪টি, নাঙ্গলকোট উপজেলায় ৮টি এবং মেঘনা উপজেলায় ৬টি পূজা মন্ডপ।

 

এর মধ্যে সর্বোচ্চ পূজা মন্ডপ তৈরি হচ্ছে মুরাদনগর উপজেলায় ১৫৬টি। যা গত বছরের তুলনায় একটি বেশি।

পূজার প্রস্তুতি নিয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন বক্সী জানান, সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজাকে ঘিরে জেলা পূজা উদযাপন কমিটি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। উপজেলা পর্যায়ে পূজা উদযাপন কমিটিকে নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ শান্তিপূর্ণ ও জাকজমক পরিবেশে পূজা উদযাপনে আমরা কাজ করে যাচ্ছি।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিমুল আহসান জানান, শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা জেলা পর্যায় সহ উপজেলা পর্যায়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে বদ্ধ পরিকর। জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় দুর্গা পূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১