বাংলাদেশের খবর

আপডেট : ২৩ September ২০১৯

পাঙাশ মাছ খেয়ে অসুস্থ হয়ে ৪ জন হাসপাতালে!


মাগুরায় মহম্মদপুর উপজেলায় পাঙাশ মাছ খেয়ে একই পরিবারের চার সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  উপজেলার ভবেনীপুর গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।

তারা হলেন- ভবানিপুর গ্রামের আক্তার মোল্লার ছেলে সামাদ মোল্লা (৪৫), তার স্ত্রী তাহেরা বেগম (৩০), মেয়ে পূর্ণিমা বেগম (১৮) ও ছেলে মহব্বত আলী (১৫)।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক নাথ বিশ্বাস জানান, সামাদ মো্ল্লা গত রাতে বাজার থেকে বড় একটি পাঙাশ মাছ কিনে বাড়িতে আনেন। রাতের বেলায় তা রান্না করে সবাই খায়। কিছু সময় পরে বাড়ীর সবাই অসুস্থ হয়ে পড়ে।

হাসপাতালের চিকিৎসক কাজী আবু আহসান জানান, মাছে কোনো বিষাক্ত দ্রব্য থাকায় তারা অসুস্থ হয়ে পড়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১