আপডেট : ২২ September ২০১৯
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে করেছে এলাকাবাসী ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার দুপুরে উপজেলার জালশুকা বাজার এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়। মানববন্ধন সূত্রে জানা গেছে, উপজেলা বাড়ইপাড়া-চান্দাবহ সড়কটি বেহাল হওয়ায় বছরখানেক আগে সিএনজি ভাড়া বাড়ায় পরিবহন শ্রমিকরা। সম্প্রতি সড়কটি পূর্ণসংস্কার করা হলেও ভাড়া কমানো হয়নি। ভাড়া কমানোর কথা থাকলেও ভাড়া আরো বাড়ানো হয়েছে। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও আগের ভাড়া বহালের দাবিতে গোসাত্রা ডা. জলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, শাহাবাজপুর উচ্চ বিদ্যালয়, শরিফ মেমোরিয়াল প্রি-ক্যাডেট স্কুল, চান্দাবহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় স্থানীয় বিভিন্ন এলাকার লোকজনও মানববন্ধনের অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন- কালিয়াকৈর ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি মুরাদ মৃধা, আটাবহ ইউনিয়ন শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাকিল হাসান, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১