আপডেট : ২২ September ২০১৯
নাটোরে বড়াইগ্রাম থেকে রিভলবারসহ দু'জনকে আটক করেছে র্যাব ।শনিবার রাতে উপজেলার হাদিস মোড় এলাকায় অভিযান করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- একই উপলোর মাঝগাঁও গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফিক কারীর ছেলে রাশেদুল ইসলাম ওরফে প্রিন্স (৩২) ও আতিকুর ভূইয়ার ছেলে বেলাল ভূইয়া (২৭)। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় রোববার সকালে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী র্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মো. রাজিবুল আহসান, জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল শনিবার দিবাগত রাতে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন হাদিস মোড়ে অভিযান চালায়। অভিযানকালে একটি রিভলবারসহ দুজনকে হাতেনাতে আটক করা হয় । এ সময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।র্যাবের জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রটি তারা বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১