বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০১৯

বিচারকের ভূমিকায় ফারহানা মিলি


পর্দার নন্দিত অভিনেত্রী। ‘মনপুরা’ সিনেমা দিয়েই যিনি মূলত দর্শকের মনে ঠাঁই করে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আর কোনো সিনেমায় তাকে না দেখা গেলেও দর্শক তাকে এক দশক পরও সেই ‘মনপুরা’ সিনেমাতে পরী চরিত্রে অভিনয়ের জন্য এখনো ঠিকই মনে রেখেছেন। ‘মনপুরা’য় অভিনয়ের তুমুল জনপ্রিয়তার পর মিলি নিজেকে শুধুই নাটক টেলিফিল্মে অভিনয়েই ব্যস্ত রেখেছেন। মাঝে মাঝে বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেলেও তারও সংখ্যা খুব কম। যেখানে অন্য অভিনয়শিল্পীরা অভিনয়ের পাশাপাশি নাচ, উপস্থাপনা কিংবা বিভিন্ন রিয়েলিটি শোর সাথে নানাভাবে সম্পৃক্ত হন, সেখানে মিলি নিজেকে শুধুই অভিনয়েই ব্যস্ত রেখেছেন। তবে এবার নিজের চলার পথের ধারাবাহিকতা থেকে একটু বের হলেন। প্রথমবারের মতো ফারহানা মিলিকে বিচারকে ভূমিকায় দেখা যাবে।

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই রাজধানীর শাহীন কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফার্স্ট বিএএফ শাহীন কলেজ কার্নিভাল-২০১৯’। অনেক আয়োজনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হচ্ছে ফটোগ্রাফি ক্লাব কর্তৃক আয়োজিত ফটোগ্রাফি এক্সিবিশন ও ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ফারহানা মিলি। তার সঙ্গে বিচারক হিসেবে থাকবেন তারই ছোট ভাই মেধাবী বিজ্ঞাপন নির্মাতা আশফাক উজ্জামান বিপুল। সারা দেশের স্কুল কলেজের শিক্ষার্থীরা এই আয়োজনে ছবি পাঠিয়ে ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে অংশগ্রহণ করছে।

প্রথমবারের মতো অভিনয় জীবনের বাইরে ভিন্ন ধরনের একটি কাজে বিচারক হিসেবে অংশগ্রহণ প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘বিচারক হিসেবে কাজ করার বিষয়টি আমার কাছে এক নতুন অভিজ্ঞতা, বেশ উপভোগ্যই হবে বলে আমি মনে করছি। সবচেয়ে বড় কথা, জীবনে প্রথম এই ধরনের একটি প্রতিযোগিতার বিচারকার্য করতে যাচ্ছি এবং এতে আমার সঙ্গে আমার ভাইও থাকবে, এটাই আসলে অনেক অনেক বেশি ভালো লাগার। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবেই পালন করার চেষ্টা করব।’ এদিকে দুরন্ত টিভিতে প্রচারিত হওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘গুড্ডু বুড়া’ আগামী নভেম্বরে সিজন টু’র শুটিং শুরু হবে। ফারহানা মিলি অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’ এনটিভিতে এবং সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটিং মাস্টার’ নিয়মিত আরটিভিতে প্রচার হচ্ছে। ফারহানা মিলি সর্বশেষ জয়ন্ত রোজারিওর নির্দেশনায় একটি প্রতিষ্ঠিত কোম্পানির বেবি ডায়াপারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। ‘মনপুরা’ মুক্তির সময়কালে বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও আলোচনায় এসেছিলেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১