বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০১৯

সেন্সর পেরুল ‘সাপলুডু’


আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ‘সাপলুডু’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। গতকাল বৃহস্পতিবার ছবিটি সেন্সর সনদ পায়।

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটি আসছে ২৭ সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পাবে। নিজের প্রথম ছবি নিয়ে গোলাম সোহরাব দোদুল বলেন, সেন্সর বোর্ডের সদস্যদের অনেকেই ছবিটির প্রশংসা করেছেন। শিল্পী ও কলাকুশলী সবাই মিলে আমরা ভালো একটি ছবি উপহার দিতে চেয়েছি। আমাদের সেই পরিশ্রমের ফসল এবার আলোর মুখ দেখছে। সবাইকে সিনেমা হলে ছবিটি দেখার আমন্ত্রণ রইল।

গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে।

ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১