বাংলাদেশের খবর

আপডেট : ২০ September ২০১৯

অভিনয়ে নিয়মিত হচ্ছেন দীপিকা


বিয়ের পর অভিনয় একেবারেই কমিয়ে দিয়েছিলেন দীপিকা। মধ্যে তার মা হওয়ার খবর রটে। নেটিজেনরা বিষয়টি নিয়ে জল ঘোলা করেন। পরে অবশ্য এত আলোচনা বৃথাই প্রমাণিত হয়। দীপিকা ভক্তরা মনে করেছিলেন আর হয়তো বড় পর্দায় নিয়মিত হবেন না তাদের প্রিয় অভিনেত্রী। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে বলিউডে আবারো নিয়মিত হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘদিন পর একগুচ্ছ ছবি নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত  এই তারকা।

মধ্যে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর ঘর-সংসার নিয়েই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। কিছুটা দেরিতে হলেও নতুন ছবির খবরে উচ্ছ্বাস প্রকাশ করছেন দীপিকা ভক্তরা।

বলিউড হাঙ্গামার মতে, দীপিকা বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন ছবির জন্য। সাম্প্রতিককালে ‘ছপাক’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এটি মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকে। প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি মুক্তির তারিখ নির্ধারণ করেছে ২০২০ সালের ১০ জানুয়ারি। তবে পরিবর্তন আসতে পারে মুক্তির তারিখে। ছবিতে একজন এসিডদগ্ধ নারীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। প্রথমবার ঝলসানো মুখে রুপালি পর্দায় তাকে দেখা যাবে।

‘ছপাক’ সিনেমায় দীপিকার লুক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। এতে দীপিকার বিপরীতে দেখা যাবে ভিকরান্ত মেসিকে। এটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার। ফক্স স্টুডিওর ব্যানারে বেশ চমক নিয়েই হাজির হচ্ছেন দীপিকা-সেটি বলার অপেক্ষা রাখে না।

এর ঠিক পরেই মুক্তির মিছিলে রয়েছে ‘এইট্টি থ্রি’ সিনেমাটি। এতে দীপিকা ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক কাপিল দেবের বউয়ের চরিত্রে অভিনয় করবেন।

‘এইট্টি থ্রি’তে দীপিকাকে দেখা যাবে রণবীর সিংয়ের বিপরীতে। এর মধ্যে দিয়ে বিয়ের পর প্রথমবার তারা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। সব ঠিকঠাক থাকলে ২০২০ সালের ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে। এটি পরিচালনা করছেন কবির খান। এটি মূলত কাপিল দেবের বায়োপিক। এতে রণবীর সিংকে দেখা যাবে কাপিল চরিত্রে।

‘এইট্টি থ্রি’র কাজ শেষ হলেই দীপিকা শুরু করবেন ‘রানা’ সিনেমার শুটিং। এতে দীপিকাকে দেখা যাবে রজনীকান্তের বিপরীতে। এটি পরিচালনা করছেন কে এস রাভিকুমার। এখনো ছবি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়নি। তবে বলিউড হাঙ্গামার মতে, আগামী বছরের কোনো একটি উৎসবমুখর পরিবেশে ছবিটি মুক্তি দেওয়া হবে।

এদিকে পাঁচ বছর চুটিয়ে প্রেমের পর রণবীর সিংকে বিয়ে করার এখনো এক বছরও পার হয়নি। এর মধ্যেই বিয়ের কথা বেমালুম ভুলে গিয়েছেন দীপিকা! সম্প্রতি একটি অনুষ্ঠানে এমনটাই বললেন ‘পদ্মাবতী’ খ্যাত এই নায়িকা।

দীপিকার ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন’-এর একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের ভূমিকা প্রসঙ্গে তিনি বলছিলেন, ‘আমি একজন মেয়ে, একজন বোন, একজন অভিনেত্রী।’ এটুকু বলে দীপিকা থামার পর সাক্ষাৎকার গ্রহণকারী তাকে মনে করিয়ে দিয়ে বলেন, ‘এবং একজন স্ত্রী।’

এমন কাণ্ডে লজ্জা পেয়ে দীপিকা বলেন, ‘আমি একজনের স্ত্রী! ওহ গড! আমি ভুলেই গিয়েছিলাম।’ দীপিকার এমন কথায় দারুণ মজা পেয়েছেন উপস্থিত দর্শকরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১