আপডেট : ২০ September ২০১৯
দুই দফা পূর্বপরিকল্পনা অনুযায়ী সময় নির্ধারণ করে কাউন্সিল করা সম্ভব না হলেও এবার তাৎক্ষণিক সিদ্ধান্তে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল। ২৭ বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে ছাত্রদলের নতুন নেতৃত্ব। ১৮৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। তিনি পেয়েছেন ১৩৯ ভোট। রাতভর ভোট গণনা শেষে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার শাহজাহানপুরের বাড়িতেই রাতভর ভোটগ্রহণ ও গণনা অনুষ্ঠিত হয়েছে। নতুন ছাত্রদল সভাপতি খোকনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনুক ইসলাম শ্রাবণ ইসলাম পেয়েছেন ১৭৮ ভোট এবং সাধারণ সম্পাদক শ্যামলের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৮ ভোট। বগুড়ার সন্তান নতুন সভাপতি খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। ছাত্রদলের গত কমিটিতে গণশিক্ষাবিষয়ক সহসম্পাদক ছিলেন তিনি। আর নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামলের বাড়ি নরসিংদীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র শ্যামল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। চলতি বছরেই একবার দলীয় কোন্দল এবং আরেকবার আদালতের নিষেধাজ্ঞার কারণে ছাত্র দলের কাউন্সিল সম্পন্ন করা নিয়ে বিএনপিতে দুশ্চিন্তা ছিল। এ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত কয়েকদিনে দলের সিনিয়র নেতা আইনজীবী ও ছাত্রনেতাদের সঙ্গে দফায় দফায় স্কাইপির মাধ্যমে কথা বলেছেন। সর্বশেষ গত মঙ্গলবার সাবেক ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকের পর কাউন্সিলরদের জরুরি ঢাকায় তলব করা হয়। তখন গুঞ্জন রটে, নির্বাচন করার জন্যই ভোটারদের ডাকা হয়েছে। ভোটকে ঘিরে গত বুধবার সকাল থেকে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাউন্সিলররা জড়ো হতে থাকেন। বিকালে সেখানে হাজারখানেক নেতাকর্মী জড়ো হলে তাতে পুলিশ বাধা দেয়। এরই মধ্যে বিকেলে স্কাইপির মাধ্যমে তারেক রহমান রাতে মির্জা আব্বাসের বাসায় ভোটগ্রহণের সিদ্ধান্ত দেন। হঠাৎ সিদ্ধান্ত এলেও কাউন্সিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে কাউন্সিলররা উচ্ছ্বসিত ছিলেন। প্রাণচাঞ্চল্য দেখা যায় নেতাকর্মীদের মধ্যে। এরপরই কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা ছুটে যান শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসভবনে। কাউন্সিলর ও প্রার্থীরা কার্ড দেখিয়ে কাউন্সিল সংশ্লিষ্ট সবাই রাত ৮টার মধ্যে মির্জা আব্বাসের বাসভবনে প্রবেশ করেন। তারা ঢোকার পর রাত পৌনে ৯টার দিকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণের আগে স্কাইপের মাধ্যমে বড় পর্দায় কাউন্সিলর ও ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোপন কক্ষে ব্যালটের মাধ্যমে কাউন্সিলরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। লন্ডন থেকে স্কাইপে শুরু থেকে শেষ পর্যন্ত ভোটগ্রহণ তত্ত্বাবধান করেন তারেক রহমান। ষষ্ঠ কাউন্সিলে নয়জন সভাপতি প্রার্থী এবং ১৯ জন সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্য থেকে দুই পদে দুজনকে বেছে নিতে ভোট দেন ছাত্রদলের ১১৭টি সাংগঠনিক শাখার ৫৩৪ জন কাউন্সিলরের মধ্যে ৪৮১ জন। ৬ বুথে ভোটগ্রহণ হয়। প্রথম ভোটার হিসেবে ১ নং বুথে ভোট দেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু। তিনি জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট হয়েছে। দলের কাউন্সিলে নির্বাচন পরিচালনায় রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি ফজলুল হক মিলন। তার সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সাবেক দুই সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আজিজুল বারী হেলাল। সাবেক ছাত্রদল নেতা এ বি এম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু ও সুলতান সালাহউদ্দিন টুকু পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ বিরতি ছাড়াই চলে রাত পৌনে ১টা পর্যন্ত। এরপর গণনা শুরু হয়। প্রার্থীদের সবাইকে সামনে রেখে পরিচালনার দায়িত্বে থাকা নেতারা ভোট গণনা করেন। অন্যদিকে মির্জা আব্বাসের বাসার আঙিনায় কাউন্সিলরদের অপেক্ষার পালা শুরু হয়। কখন ফলাফল বের হবে। অপেক্ষা সময় শেষ ভোর ৫টায়। নির্বাচন পরিচালনাকারী নেতাদের সঙ্গে নিয়ে মির্জা আব্বাস ফল ঘোষণা করেন। ফল ঘোষণার পরে বিজয়ী নেতা ও তাদের অনুসারীদের উল্লাস করতে দেখা যায়। তবে পরাজিতরা উল্লাস না করলেও বিজয়ীদের তাৎক্ষণিক অভিনন্দন জানান। একে অপরকে জড়িয়ে ধরেন। ফল ঘোষণার পরে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারা খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফলে সর্বাত্মক চেষ্টা চালাবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১