বাংলাদেশের খবর

আপডেট : ১৯ September ২০১৯

সিঙ্গাপুরগামী বিমান ফ্লাইটের জরুরি অবতরণ


যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উড্ডয়নের ১০ মিনিট পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে বিমানটি পুনরায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বিমানবন্দরের উপ-পরিচালক বেণী মাধব বিশ্বাস জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী (বিজি-০৮৪) ফ্লাইটটি সকাল ৮টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর কিছু সময় পর সকাল ৯টা ২৫ মিনিটের দিকে এটি আবার ঢাকা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

তিনি বলেন, বিমানটির একটি চাকা টেক-অফের পরে ঠিকমতো ভেতরে ঢুকতে পারেনি।

বিমানটির যাত্রীদের অন্য একটি ফ্লাইটের মাধ্যমে সিঙ্গাপুরে পাঠানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১