বাংলাদেশের খবর

আপডেট : ১৬ September ২০১৯

আল-আমিন সেলিমের ‘অবেলায় অন্ধকার’


আওয়াজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসছে নিরাপদ সড়ক দিবসে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটক ‘অবেলায় অন্ধকার’। আল-আমিন সেলিমের রচনা ও পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্যা মৃধা, আহাদ বাবু, মাজহার সৌমিক, জাফরিন খুকু, আবদুস ছাত্তার, সুমন ও সালাউদ্দিন রাজু।

নাটকটির গল্পে দেখা যাবে, গ্রামের সহজ সরল যুবক কামাল ভালোবেসে বিয়ে করে খালেদাকে। সুখেই চলছিল তাদের জীবন। তাদের জীবনযাপন দেখে অনেক সময়েই ঈর্ষান্বিত হয় গ্রামবাসী। এরই মধ্যে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে খালেদা। খালেদার ইচ্ছা পূরণ করতে একদিন গ্রাম ঘুরে দেখতে বের হয় কামাল ও খালেদা। আর তখনই সড়ক দুর্ঘটনায় তাদের সাজানো সংসারে নেমে আসে নির্মমতা। এভাবেই এগিয়ে যায় অনু নাটক ‘অবেলায় অন্ধকার’ গল্প।

কাজী শাহিদুর রহমানের চিত্রায়ণে নাটকটির আবহসংগীত ও সম্পাদনা করেছেন কাজী আরিফ। প্রযোজনা করেছেন মো. আইনুল হক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১