আপডেট : ১১ September ২০১৯
গাজীপুরের কালিয়াকৈরে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।উপজেলার ফুলবাড়িয়া বরেহাতলী এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তি হলেন- উপজেলার বহেরাতলী এলাকার মৃত কবির হোসেনের ছেলে রিপন মাহমুদ(২৫)ও একই এলাকার আইনাল হকের ছেলে এখলাস হোসেন(২২)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহেরাতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১