বাংলাদেশের খবর

আপডেট : ১১ September ২০১৯

নরসিংদীতে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা


নরসিংদীতে ডিস ব্যবসাকে কেন্দ্র করে রুহুল আমিন (২২) নামে এক রং ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের সঙ্গিতার জবা মিল এলাকায় এ ঘটনা ঘটে।  প্রকাশ্য দিবালোকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিহত রুহুল আমিন সঙ্গিতা এলাকার বিল্লাল মিয়ার ছেলে। সে রং এর ব্যবসা করতো।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সঙ্গিতা এলাকায় ডিস ব্যবসা করে আসছিল স্থানীয় সারোয়ার হোসেনের ছেলে তানজিল। সম্প্রতি নিহত রুহুল তার নিজ এলাকায় ডিস ব্যবসা করতে চেয়েছেন। সেই অনুসারে রুহুল ৪ শতাধিক ডিস লাইন দেয়ার কথা জানিয়েছিল তানজিলকে। এ নিয়ে তাদের মধ্যে দন্দ্ব তৈরি হয়। এর জের ধরে বুধবার ১১টার দিকে তানজিল হৃদয়, ছোটন ও মনির নিহত রুহুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে জবা ট্রেক্সটাইল মিল সংলগ্ন একটি মাঠে নিয়ে যায়। পরে কোন কিছু বুঝে উঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে রুহুলকে এলোপাতারি কোপাতে থাকে। এ সময় সে মাটিতে লুটিয়ে পরে। পরে তার চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবী সাথী বলেন, রুহুল বাড়িতেই ছিল। সকালে তানজিল হৃদয়, ছোটন ও মনির তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। একটু পর তার মৃত্যুর খবর পাই। আমরা সন্ত্রাসীদের বিচার চাই।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সালাউদ্দিন বলেন, নিহত রুহুল ডিস ব্যবসায় অংশীদার হতে চেয়েছিল। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১