আপডেট : ০৯ September ২০১৯
মাটির ধরনের কারণে ভারত এবং চীনের তুলনায় বাংলাদেশের সড়ক নির্মাণের ব্যয় বেশি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সম্পূরক প্রশ্নে বিএনপির সংসদ সদস্য মন্ত্রীর সমালোচনা করে বলেন, ভারত এবং চীনের তুলনায় বাংলাদেশের সড়ক নির্মাণ ব্যয় বেশি। উচ্চতর নির্মাণ ব্যয় সত্ত্বেও বাংলাদেশের রাস্তাগুলো টেকসই এবং দীর্ঘস্থায়ী নয় যা মানুষের ভোগান্তির কারণ হয় উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে কি না তা জানতে চান রুমিন ফারহানা। জবাবে কাদের বলেন, ‘চীন ও ভারতের সয়েল কন্ডিশন আর আমাদের সয়েল কন্ডিশন আলাদা। এটা আপনাকে বুঝতে হবে। নির্মাণ ব্যয় বেশি-কমের তুলনা করার আগে বিষয়টি বিবেচনায় নিতে হবে।’ অন্য এক প্রশ্নের জবাবে কাদের বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে মহাসড়কগুলোতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানোর জন্য সরকার একটি পাইলট প্রকল্প গ্রহণের কথা বিবেচনা করছে। তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে নজরদারি দলে অন্তর্ভুক্ত করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১