আপডেট : ০৫ September ২০১৯
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনা উপজেলার আন্তঃস্কুল ও মাদরাসা ফুটবল টুনামেন্টের বাছাই খেলায় আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়ার ও রণগোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়ারদের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের হামলা সংঘর্ষের ঘটনায় রণগোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের ১২জন খেলোয়ার গুরুত্বর আহত হয়েছে। আহতরা হচ্ছে, মোঃ হাসান (১৬), মোঃ মেহেদী (১৬), আফজাল (১৬), হাসান (১৬), রাজিব (১৫), শাহজালাল (১৬), শাওন (১৫), এমাদুল (১৬), রাজিব (১৬), মোক্তার (১৬), মাইনুল(১৬), শামীম (১৬)। আহতদেরকে দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতরা জানান, আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াররা স্থানীয় প্রভাব খাটিঁয়ে বহিরাগত লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১