বাংলাদেশের খবর

আপডেট : ০৫ September ২০১৯

চাটমোহরে হকার কুতুবের অজগরটি মারল গ্রামবাসী!

গ্রামবাসী এই অজগরটি মেরে ফেলেছে ছবি : বাংলাদেশের খবর


পাবনার চাটমোহরে হকার কুতুব উদ্দিনের হারিয়ে যাওয়া বিশাল আকৃতির অজগর সাপটি পিটিয়ে মেরেছে গ্রামবাসী। অজগরটি প্রায় ৬ ফুট লম্বা ও ১৫ কেজি ওজন।

গতকাল বুধবার ভোররাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকউথুলী গ্রামে এ ঘটনা ঘটে। সকালে সাপটিকে একনজর দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ।

স্থানীয়রা জানান, বুধবার রাতে চকউথুলী গ্রামের পাশে একটি বিলে মাছ ধরতে যায় জুয়েল, আজমির ও জাহাঙ্গীর। জমির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আইলের পাশে একটি সাপ শুয়ে থাকতে দেখে তারা ভয় পান। পরে তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সাপটিকে টেটাবিদ্ধ করে পিটিয়ে মেরে ফেলে।

এদিকে পাহাড়ি এই অজগরটি অমৃতকুন্ডা গ্রামের হকার মোঃ কুতুব উদ্দিনের বলে জানা গেছে। হকার কুতুব উদ্দিন জানান, কোরবানী ঈদের ১০/১৫ দিন আগে বাড়ি থেকে সাপটি হারিয়ে যায়। অনেক খুঁজেও তা পাওয়া যাচ্ছিল না। মাঝে একদিন রেলওয়ে খেলার মাঠের দক্ষিণে দেখা গেলেও পরে পাওয়া যায়নি। কুতুব জানান, তার বোন আজিরন চট্টগ্রাম থেকে অজগরটি নিয়ে এসেছিলো। পরে অজগরটিকে মাটি চাপা দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১