বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০১৯

সিলেট সীমান্তে অনুপ্রবেশের শঙ্কা

সতর্ক অবস্থানে বিজিবি

মৌলভীবাজারের লংলীছড়া সীমান্তে বিজিবির টহল ছবি: বাংলাদেশের খবর


ভারতের আসাম রাজ্যে এনআরসি তালিকা প্রকাশের পর সিলেটের সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। সীমান্ত ঘেঁষা জকিগঞ্জে কড়া সতর্কতা ও নজরদারি বাড়িয়েছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী।

একটি সূত্র জানায়, জকিগঞ্জ সীমান্তে বিভিন্ন সময়ে চোরাকারবারিরা একাধিক চোরাই পথ তৈরি করে দীর্ঘদিন থেকে ভারতের লোকজনের সঙ্গে চোরাচালান চালিয়ে আসছে। এসব পথ দিয়ে প্রায় সময় চোরাকারবারিরা ভারতে অনুপ্রবেশও করে থাকে। এসব চোরাই পথ ব্যবহার করেই এনআরাসি তালিকা থেকে বাদপড়া নাগরিকরা জকিগঞ্জে অনুপ্রবেশ করতে পারে কিংবা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এসব পথ দিয়ে বাংলাদেশে জোর করে তাদেরকে পুশব্যাক করতে পারে বলে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সাঈদ হোসেন জানান, জকিগঞ্জসহ সিলেটের সীমান্ত এলাকাগুলোতে যেকোনো অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি জানান, আসামের বিষয়ে জকিগঞ্জ তথা সিলেট সীমান্তে তেমন কোনো প্রভাব পড়বে বলে আমাদের কাছে কোনো খবর নেই। এরপরও বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া আছে।

গোয়েন্দা সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল জানিয়েছেন, আসামের নাগরিকরা তালিকা থেকে বাদ পড়লেও তারা বাংলাদেশে অনুপ্রবেশ করার কোনো আশঙ্কা আপাতত নেই। বাদপড়া নাগরিকরা আপিল করবে। আপিলের রায় প্রকাশের পর পরিস্থিতির অবনতি ঘটলে অনুপ্রবেশের কিছুটা আশঙ্কা দেখা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিলেটের সব সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বলেন, আসামের নাগরিক তালিকা থেকে বাদপড়া নাগরিকদের বাংলাদেশে যাতে অনুপ্রবেশ না ঘটে, সেদিকে সতর্ক থাকতে জকিগঞ্জ সীমান্ত এলাকার সব জনপ্রতিনিধি ও নাগরিকদের বলা হয়েছে। অনুপ্রবেশের বিষয়ে কেউ কোনো তৎপরতা দেখতে পেলে তাৎক্ষণিক প্রশাসন ও বিজিবিকে অবহিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১