আপডেট : ০২ September ২০১৯
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে পোল্যান্ডে নাৎসি বর্বরতার জন্য ক্ষমা চেয়েছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভল্টার স্টাইনমায়ার। ৮০ বছর আগে, ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর পোল্যান্ডের ভিয়ালুন শহরে বোমা মেরেছিল জার্মান বাহিনী। ওই ঘটনা স্মরণে গতকাল রোববার শহরটিতে এক অনুষ্ঠানে যোগ দিতে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে স্টাইনমায়ারও এখন পোল্যান্ডে অবস্থান করছেন বলে বিবিসি জানিয়েছে। জার্মানির প্রেসিডেন্ট আট দশক আগের ওই হামলার পেছনে থাকা ‘নির্মূল করে দেওয়ার আকাঙ্ক্ষার’ তীব্র নিন্দা জানান। ‘জার্মান নিপীড়নে ক্ষতিগ্রস্তদের জন্য মাথা নোয়াচ্ছি আমি। ক্ষমা চাইছি,’ পোল্যান্ডের প্রেসিডেন্ট আনজেই দুদাকে পাশে নিয়ে জার্মান ও পোলিশ ভাষায় বলেন স্টাইনমায়ার। নাৎসি জার্মানির ওই হামলাকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে পোল্যান্ডের প্রেসিডেন্টও তার তীব্র নিন্দা জানান । দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের জন্য এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে রোববার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ওই স্মরণানুষ্ঠান শুরু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১