বাংলাদেশের খবর

আপডেট : ০২ September ২০১৯

চাকরির প্রস্তুতিতে আসক্ত স্বামী, স্ত্রীর ডিভোর্স


চাকরিপ্রত্যাশী স্বামীর বেখেয়ালিতে বিরক্ত হয়ে স্বামীকে ডিভোর্স দিলেন নববিবাহিত তরুণী। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে এমনই একটি ঘটনা ঘটেছে। দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দু জানায়, নববিবাহিত ওই তরুণী ডিভোর্সের কারণ হিসেবে বলেছেন, তার স্বামী পড়ালেখার প্রতি ‘আসক্ত’। বিয়ের পর থেকে তিনি তার স্বামীর কাছে অবহেলিত। তাই স্বামীর ওপর বিরক্ত হয়ে তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন। মধ্যপ্রদেশের এক কাউন্সেলিং কর্মকর্তা জানান, চাকরিপ্রত্যাশী ওই যুবক ইতোমধ্যে পিএইচডি করেছেন। বর্তমানে তিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে চাকরির নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য তাকে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে।

ভারতে এই পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা হয় বলেও জানান তিনি। এদিকে ডিভোর্স পাওয়া ওই যুবক জানান, তিনি পরিবারের একমাত্র সন্তান। সম্প্রতি তার বাবা-মা অসুস্থ হওয়ায় তাকে হুট করে বিয়ে করানো হয়। তিনি চাকরির পরীক্ষার পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকায় তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। বেশ কয়েক মাস হলেও তার স্ত্রী ফিরে আর আসছে না। এমনকি ফিরতে বললেও ফেরেনি। তাই এখন তিনি নিজেও ডিভোর্স  পেতে আগ্রহী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১