আপডেট : ২৯ August ২০১৯
পদ্মাসেতু নির্মাণ কাজের ৮৩ শতাংশ অগ্রগতি হয়েছে জানিয়ে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২১ সালের জুনের মধ্যে চলাচলের জন্য সেতু খুলে দেয়া হবে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধে, অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে বলেও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, মূল সেতুর কাজের অগ্রগতি ৮৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৭২ শতাংশ। সবকটি পাইল ড্রাইভিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। ৪২ টি পিয়ারের মধ্যে ৩১ টির কাজ হয়েছে বাকি গুলোর কাজ চলমান আছে। তিনি আরো বলেন, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মাসেতুর নির্মাণ কাজ শেষ করতে পারবো। চালু করতে করতে আরো ৩-৪ মাস লাগতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১