বাংলাদেশের খবর

আপডেট : ২৮ August ২০১৯

পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা

ধর্ষণের চেষ্টা প্রতীকী ছবি


টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে এক বাসায় নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।

আজ বুধবার সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন দুপুরেই ওই ছাত্রীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন।

মামলার বিবরণে জানা যায়, বুধবার সকাল সাতটার দিকে প্রাইভেট পড়তে স্থানীয় বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটে হৃদয় হাসান (১৬) ও তার দুই সহযোগী নিয়ে মেয়েটির পথরোধ করে। এক পর্যায়ে মেয়েটির মুখ গামছা দিয়ে বেঁধে সিএনজিচালিত অটো রিকশায় তুলে ঘাটাইলের সাগরদিঘী এলাকায় নিয়ে যায়। সেখানে ছেলেটির আত্মীয়ের বাসার একটি কক্ষে নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে পাশের বাসার এক মহিলা মেয়েটিকে উদ্ধার করে মেয়ের স্বজনদের খবর দেন। এরমধ্যে বখাটে ও সহযোগীরা পালিয়ে যায়। পরে দুপুরে মেয়েটির মা বাদী হয়ে হৃদয় হাসানসহ তিনজনকে আসামি করে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে সখীপুর থানায় মামলা করেন।

মেয়েটির মা জানায়, স্কুলে যাওয়ার পথে ওই ছেলেটি আমার মেয়েকে উত্ত্যক্ত করত। গত তিনদিন আগে ছেলের বাবার কাছে এ বিষয়ে বিচার দিলেও তিনি কোনো কর্ণপাত করেননি।

ছেলের বাবা রওশন আলী নিজের ছেলের প্রশংসা করে এ প্রতিনিধিকে মুঠোফোনে বলেন, আমার ছেলের বিরুদ্ধে থানায় করা মেয়ের মায়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কারণ সকালেও আমার ছেলেকে ঘরে পড়ার টেবিলে দেখেছি। সকালে স্কুলে যাওয়ার সময় আমার কাছ থেকে সে টিফিনের টাকাও নিয়েছে। এরমধ্যে ছেলে কীভাবে একটি মেয়েকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা করল বুঝতে পারছি না।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, এ ঘটনায় অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১