আপডেট : ২৮ August ২০১৯
ভয় পেয়ে নয়, ‘ভয়’ নামের একটি ছবির কাজে কলকাতা যাচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানে টানা এক মাস কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা। এর আগে এই অভিনেতার সঙ্গে ‘বিবাহ অভিযান’ ও ‘আশিকী’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন ফারিয়া। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এটি থ্রিলার ধাঁচের সিনেমা। এ ধরনের সিনেমায় আগে অভিনয় করা হয়নি। একটানা কাজ শেষ করে তবেই ঢাকা ফিরব।’ থ্রিলারধর্মী এ ছবিটিতে নায়ক অঙ্কুশকে দেখা যাবে একজন সাঁতারের প্রশিক্ষক হিসেবে। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনাম অর্জন করবে, এটাই অঙ্কুশের স্বপ্ন। কিন্তু তার জীবনে নেমে আসে ভয়। তার অসুস্থ বোনের শিক্ষিকার চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। আর কীভাবে ফারিয়া ভয়মুক্ত করলেন অঙ্কুশকে, সেটাই দেখা যাবে ছবিতে। ভয় ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ। এদিকে সম্প্রতি শামীম আহমেদ রনি পরিচালিত মুক্তি প্রতীক্ষিত শাহেনশাহ সিনেমার নতুন একটি গান প্রকাশিত হয়েছে। শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবিতে ফারিয়া অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। গানটিতে ফারিয়ার উপস্থিতি প্রশংসিত হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১