আপডেট : ২৮ August ২০১৯
দিনাজপুরের হাকিমপুরে ২০১৯-২০ অর্থবছরে খরিফ-২ মৌসুমে মাসকালাই উৎপাদন বাড়াতে কৃষি প্রনোদণা কর্মসুচীর আওতায় কৃষক-কৃষানীদের মধ্যে বিনামূলে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০ জন কৃষক-কৃষাণীর মাঝে ১ কেজি করে মাসকালাইয়ের বীজ ৫ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়। । এর আগে, উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ইউএনও আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন,কৃষি অফিসার শামীমা নাজনীন, কৃষকলীগের সভাপতি জর্নাদ্দন রায় প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১