বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০১৯

ভূঞাপুরে ঝিনাই নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

ভূঞাপুরে ফলদায় ঝিনাই নদীতে এ নৌকা বাইচ ছবি : বাংলাদেশের খবর


গ্রাম বাংলার ঐতিহ্য টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৬ আগস্ট) বিকেলে ফলদা যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে উপজেলার ফলদায় ঝিনাই নদীতে এ নৌকা বাইচ এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ নৌকা বাইচ দেখতে নদীর দু’পাশে হাজার হাজার দর্শনার্থী ভীর করে।

এতে বিভিন্ন জেলা, উপজেলা থেকে ১০ টি নৌকা বাইচ দল অংশ নেয়। নৌকা বাইচটি দুটি গ্রুপে প্রতিযোগিতা শুরু হয়৷ দুটি গ্রুপের প্রথম ও রানার আপ করে মোট চারটি নৌকা বাইচের দলকে বিজয়ী ঘোষণা করা হয়৷ দুটি গ্রুপের প্রথম হয় ফলদা নৌকা বাইচ দল ও অন্য গ্রুপে শরীয়তপুর নৌকা বাইচ দল। রানার্স আপ হয় নলছোবা নৌকা বাইচ দল ও মোমিনপুর নৌকা বাইচ দল৷ বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে চারটি এলইডি মনিটর তুলে দেয়া হয়।

নৌকা বাইচের আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতেই আমাদের এই আয়োজন। প্রতিবছরই এ নৌকা বাইচ প্রতিযোগিতা অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১