আপডেট : ২৬ August ২০১৯
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকসহ ৫ লাখ টাকার অবৈধ গজারি কাঠ জব্দ করেছে কালিয়াকৈর চন্দ্রা বিট অফিস। আজ সোমবার সকাল ৬টায় ঢাকার ধামরাই উপজেলার নয়ারহাট সড়ক থেকে অবৈধ গজারি কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। বন বিট অফিস সূত্রে জানা যায়,গোপন সংবাদের মাধ্যমে অবৈধ গজারি বল্লী নিয়ে একটি ট্রাক ধামরাই নয়ারহাট হয়ে ঢাকার দিকে যাবে।এমন সংবাদের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় অঞ্চল বন সংরক্ষক মুনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা ইউছুফ মিয়ার নির্দেশনায় কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা মনজুরুল ইসলামের নেত্বতে বন প্রহরী সহ ঢাকা ধামরাই-মহাসড়কের ধামরাই নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ট (২০-৪৭৫৬)একটি ট্রাকসহ ২২৬পিচ অবৈধ গজারি বল্লী জব্দ করা হয়। যার বাজার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। ট্রাক চালক এবং সহযোগিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১