বাংলাদেশের খবর

আপডেট : ২৬ August ২০১৯

রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত


কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯ টার দিকে উখিয়ার কুতুপালং রেজি ক্যাম্পের ২ নং স্কুলের সামনে এ ঘটনাটি ঘটেছে।

নিহত যুবক রহিম উল্লাহ (২৮)। সে কুতুপালং ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা আব্দুস ছালামের ছেলে।

ক্যাম্প সূত্রে ও প্রত্যক্ষদর্শী আলী আহম্মদ, ছৈয়দ আলম এবং নুর মোহাম্মদ জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুস ছালামের ছেলে রহিম উল্লাহ (২৮) ও একই ক্যাম্পের বাসিন্দা শহিদুল্লার সাথে দীর্ঘ দিনের বিরোধ। এর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদুল্লাহসহ তার সন্ত্রাসী বাহিনীরা রহিম উল্লাহকে শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন এসে আহতকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক আহতকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে আহত রহিম উল্লাহকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১