আপডেট : ২৪ August ২০১৯
নরসিংদীর মাধবদীতে ১০৬৭ পিস ইয়াবাসহ প্রীতি আক্তার (২১) নামের এক মাদক ব্যবসায়ীর স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে মাধবদী পৌর এলাকার টাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত প্রীতি আক্তার মাধবদীর টাটাপাড়া এলাকার আবদুল লতিফের স্ত্রী। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আবদুল গাফফার বলেন, আবদুল লতিফ মাধবদী থানা পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে টাটাপাড়া এলাকায় লতিফের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী প্রীতি আক্তারকে ১০৬৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১