বাংলাদেশের খবর

আপডেট : ২৩ August ২০১৯

কালিয়াকৈরে ট্রাকসহ অবৈধ গজারি বল্লী জব্দ

সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাই উপজেলার কালামপুর আঞ্চলিক সড়ক থেকে অবৈধ গজারি বল্লীসহ একটি ট্রাক জব্দ করা হয় ছবি : বাংলাদেশের খবর


গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকসহ ৪লক্ষ টাকা মূল্যের অবৈধ গজারি বল্লী জব্দ করেছে কালিয়াকৈর চন্দ্রা বিট অফিস।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার ধামরাই উপজেলার কালামপুর আঞ্চলিক সড়ক থেকে অবৈধ গজারি বল্লীসহ একটি ট্রাক জব্দ করা হয়।
বন বিট অফিস সূত্রে জানা যায়,গোপন সংবাদের মাধ্যমে টাংঙ্গাইল থেকে অবৈধ গজারি বল্লী নিয়ে একটি ট্রাক মির্জাপুর দিয়ে ধামরাই কালামপুর হয়ে ঢাকার দিকে যাবে।এমন সংবাদের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় অঞ্চল বন সংরক্ষক মুনিরুল ইসলাম ও ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা ইউছুফ মিয়ার নির্দেশনায় কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা মনজুরুল ইসলামের নেত্বতে ঢাকা –আরিচা-মহাসড়কের ধামরাই কালামপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ট (২০-২৯২৭)একটি ট্রাকসহ ৩০০পিচ অবৈধ গজারি বল্লী জব্দ করা হয়। যার বাজার বর্তমান বাজার মূল্য প্রায় ৪লক্ষা টাকা। ট্রাক চালক এবং সহযোগিকে ঘটনাস্থলে তাদেরকে পাওয়া যায়নি ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১