আপডেট : ২২ August ২০১৯
একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী ৮ সেপ্টেম্বর। জাতীয় সংসদ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ১৪২৬ বঙ্গাব্দের ২৪ ভাদ্র মোতাবেক ২০১৯ খ্রিস্টাব্দের ৮ সেপ্টেম্বর রোববার ৫ ঘটিকায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হবে। এটি ২০১৯ খ্রিস্টাব্দের চতুর্থ অধিবেশন বলে জানা গেছে। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এর আগে জুন মাসে সর্বশেষ জাতীয় সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। যেখানে চলতি ২০১৯-২০ অর্থবছরের রেকর্ড অঙ্কের বাজেট পাস হয়। জানা গেছে, সেপ্টেম্বর মাসের শেষ তৃতীয় সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ অনেকে দেশের বাইরে থাকতে পারেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার। সে হিসেবে তার আগেই এবারের অধিবেশন শেষ হয়ে যাবে বলে জানা গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১