আপডেট : ২১ August ২০১৯
নরসিংদীতে বিদেশী পিস্তলসহ ফরিদ (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাসাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ফরিদ শহরের কাউরিয়া পাড়ার সিদ্দিক মিয়ার ছেলে। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার বলেন, ফরিদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র মাদক ও হত্যা সংক্রান্ত দশের অধিক মামলা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের বাসাইল এলাকায় অভিযান চালিয়ে ফরিদকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১