বাংলাদেশের খবর

আপডেট : ২০ August ২০১৯

নাগরপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

ইয়াসমিন মুনিরা (নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি) এর নেতৃত্বে বাল্য বিবাহ রোধ করা হয় ছবি : বাংলাদেশের খবর


এই প্রথম টাঙ্গাইলের নাগরপুরে বাল্য বিবাহ রোধ করলেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাবনাপাড়া গ্রামে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসমিন মুনিরার নেতৃত্বে এ বিবাহ রোধ করা হয়। প্রবাল বেপারীর মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী প্রিয়া আক্তার(১৩) ও কুষ্টিয়ার তেবাড়িয়া গ্রামের রেজাউল ব্যাপারীর ছেলে মিলন ব্যাপারীর মধ্যে হতে যাওয়া বাল্য বিবাহ রোধ করলেন।

মঙ্গলবার বিকেলে ঢাক-ঢোল পিটিয়ে এ বিয়ের আয়োজন করে পিতা প্রবাল বেপারী। তার কিশোরী কন্যার বিয়ের আয়োজন করে দাওয়াত দিলে আত্নীয় স্বজন সহ বর এসে কনের বাড়িতে উপস্থিত হয়। উভয় পরিবার নোটারীর পাবলিক বা কোর্ট ম্যারেজের একটি ভূয়া কাগজের মূলে দেশের আইন অমান্য করে বিবাহের সকল প্রস্তুতি সম্পন্ন করার প্রস্তুতি নিলে গোপন সংবাদ এর ভিত্তিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট সরেজমিনে উপস্থিত হয়ে সকল তথ্য প্রমানের যাচাই বাছাই করে কনের বাবা কে ১০,০০০ টাকা এবং বরের বাবা কে ২০,০০০ টাকা জরিমানা করেন বিজ্ঞ নির্বাহি ম্যাজিষ্ট্রেট। এমন অর্থ দণ্ড নাগরপুর উপজেলায় এই প্রথম।

এ বিষয়ে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ইয়াসমিন মুনিরা বলেন, এটি নাগরপুরের বাল্য বিবাহ বন্ধের ও মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় মাইলফলক। আমরা শক্ত হাতে এমন আইনবিরোধী কর্মকান্ড দমনে সর্বদা সচেষ্ট। আপনারা সময়মত তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন এটাই আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর থানার এস আই অশোক ভূষণ সাহা, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়াম্যান মো. রহম আলী মিয়া, নাগরপুর ওয়ার্ডের মেম্বার মো. আকবর হোসেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১