আপডেট : ১৮ August ২০১৯
টাংগাইলের নাগরপুরে অজ্ঞাত মধ্য বয়সী এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। আজ রবিবার উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের সিদ্দিকের ফসলি জমিতে এলাকাবাসী অর্ধগলিত লাশ ভাসমান দেখতে পায়ে নাগরপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঐ ব্যক্তির লাশটি উদ্ধার করে। তবে উদ্ধারকারী ও একাবাসীর ধারনা লাশটি মধ্য বয়সী এক মুসলিম পুরুষের। সে হয়তো ১০-১৫ দিন আগে মৃত্যুবরণ করেন বা তাকে হত্যাকরা হয় বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নাগরপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল সাংবাদিকদের জানান, অর্ধগলিত লাশটি উদ্ধার করে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের জন্য টাংগাইল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১