আপডেট : ১৮ August ২০১৯
কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৩টি চোরাই গরু আটক করা হয়েছে। ১৫ আগস্ট গভীর রাতে মুরইছড়া সীমান্ত এলাকায় টহলকালে আটক এসব গরু শনিবার মুরইছড়া ক্যাম্পস্থ মাদরাসা মাঠে ৭৭ হাজার টাকা ধরে নিলামে বিক্রি করা হয়। জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ও কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে প্রায়ই ভারতীয় গরু চোরাই পথে আসে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানান, এসব সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই ভারতীয় গরুসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে নিয়ে আসে চোরাকারবারিরা। ঈদ উপলক্ষেও পাহাড়ি এলাকা দিয়ে ভারতীয় গরুর বেশ কয়েকটি চালান এসেছে। এ বিষয়ে মুরইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবাদার মো. আকরামুজ্জামান জানান, পাহাড়ী দুর্ঘম এলাকা হওয়ায় টহল দিতে অনেকটা বেগ পেতে হয়। তারপরও বিজিবি সদস্যরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে সক্রিয় রয়েছেন। ১৫ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ৩টি গরু আটক করে কাস্টমস কর্মকর্তাদের খবর দিলে শনিবার নিলামে তা বিক্রি করা হয়। এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়ন শ্রীমঙ্গলের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক জানান, সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বিজিবি ও বিএসএফের সম্মিলিত নজরদারির কারণে এবার ঈদে চোরাইপথে গরু অনেকটা কম এসেছে। যেকোন চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১