আপডেট : ১৮ August ২০১৯
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সেজিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শনিবার রাতে তার ঘুমন্ত স্ত্রী ৪ সন্তানের জননী ফিরোজা খাতুন কে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এর পর হত্যাকারী নিজেই একই গ্রামে বসবাসকারী তার শ্যালক আশারুল ইসলামের বাড়ী গিয়ে স্ত্রী নিহত হওয়ার খবর দেয়। খবর পেয়ে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ছুটে এলে আব্দুল কুদ্দুস দৌড়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেছে। হত্যাকারী কুদ্দুস পেশায় একজন কাঠমিস্ত্রি। ভৈরবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবার আলী ও দত্তনগর ফাঁড়ির ইনচার্জ ইয়াসিন আলী ঘটনা স্থল পরিদর্শন করেছেন।মহেশপুর থানার ওসি (তদন্ত )আমানুল্লাহ হক জানান, সেজিয়া গ্রামের নেশাগ্রস্থ আব্দুল কুদ্দুস তার স্ত্রী কে ঘুমান্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ব্যপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১