আপডেট : ০৮ August ২০১৯
মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ২০ ঘন্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, গতকাল বুধবার দুপুর থেকে বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি'র কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাট ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়াতে পদ্মায় ঢেউ কমেছে। তাই বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল শুরু করা হয়। তবে বর্তমানে ১৮টি ফেরির মধ্যে রো রো ও কে-টাইপসহ ৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে স্রোতের তীব্রতা আরো ক্ষীণ হলে টানাসহ অন্যায় অন্যান্য ফেরি চলাচল শুরু করবে। তিনি জানান, মঙ্গলবার রাত থেকেই পদ্মায় প্রচণ্ড ঢেউ ও তীব্র স্রোতের কারণে ফেরী পারাপার ব্যহত হচ্ছে। এছাড়া তীব্র ঢেউয়ের কারণে ২, ৩, ৪ নম্বর ফেরিঘাটের পল্টুন নির্দিষ্ট স্থান থেকে সরে গেছে। এতে বুধবার সকাল দিকে ৪টি ফেরী চলাচল করলেও দুপুর থেকে ফেরী চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শিমুলিয়া ঘাট এলাকায় বর্তমানে ৮ শতাধিক গাড়ি পারপারের অপেক্ষায় আছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১