বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৯

পূর্ব প্রস্তুতি থাকায় এবারের বন্যায় ক্ষতি কম হয়েছে: প্রতিমন্ত্রী

চাঁদপুর শহররক্ষা বাঁধের ভাঙন পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক ছবি : বাংলাদেশের খবর


পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল জাহিদ ফারুক এমপি বলেছেন, সরকারের ডেল্টা প্ল্যান কর্মসূচি চলমান থাকায় এবারের বন্যায় অতীতের চেয়ে ক্ষয়ক্ষতি কম হয়েছে।

বুধবার (৭ আগস্ট) দুপুরে চাঁদপুরের পুরানবাজারে শহররক্ষা বাঁধের ভাঙন কবলিত বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশে বেশী বৃষ্টিপাত হলে বাংলাদেশে বন্যা হবেই।  সারা দেশে ৪৪৮টি খাল খনন কর্মসুচী চলছে, এতে বন্যার ক্ষয়ক্ষতি আগামীতে আরো কমে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, চলতি মাসের শেষ দিকে আবারও বন্যার যে পূর্বাভাস রয়েছে সে সম্পর্কে সরকারের প্রস্তুতি রয়েছে যাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী মোতাহার হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিক উল্যাহ, জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নাঈম দুলাল পাটওয়ারীসহ এলাকার জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবর্গ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১