বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৯

কুলাউড়ায় ২ সন্তানের জননীর লাশ উদ্ধার

লাশ উদ্ধার প্রতীকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন থেকে সাজনা বেগম (২২) নামক ২ সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে কোন এক সময়ে সে আত্মহত্যা করেন। খবর পেয়ে ‍বুধবার কুলাউড়া থানার এসআই রিয়াজুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

সাজনা বেগম পৃথিমপাশা ইউনিয়নের আলী নগর গ্রামের রিয়াদ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পৃথিমপাশা ইউনিয়নের আলী নগর গ্রামের রিয়াদ আলীর স্ত্রী ২ সন্তানের জননী সাজনা বেগম দারিদ্রতা ও পারিবারিক অশান্তির কারণে প্রায় স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো। মঙ্গলবার রাতে কোন এক সময় ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে গৃহবধু সাজনা বেগম আত্মহত্যা করেন। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই রিয়াজুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

গতকাল বুধবার (০৭ আগস্ট) গৃহবধুর লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১