বাংলাদেশের খবর

আপডেট : ০৭ August ২০১৯

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ


পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরী পারাপার। আজ বুধবার সকালে ৪টি ফেরি দিয়ে পারাপার করলেও দুপুর থেকে সকল ফেরি বন্ধ রাখা হয়েছে। এ অবস্থায় শিমুলিয়া ঘাটে হাজারো যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, রাত থেকেই ফেরি চলাচল ব্যহত হচ্ছিল। সকালে পদ্মা অববাহিকায় প্রচণ্ড ঢেউয়ের কারণে নৌরুটে ফেরী পারাপার ব্যহত হচ্ছে। এতে সকালের দিকে ৪টি ফেরী চলাচল করলেও দুপুর থেকে ফেরী চলাচল বন্ধ রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১