বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০১৯

হাকিমপুরে ৩ ডেঙ্গু রোগী শনাক্ত


দিনাজপুরের হাকিমপুরে তিন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। ঢাকা থেকে আসা তিন ব্যক্তিকে চিকিৎসার জন্য দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল মাহমুদ জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন সন্দেহ করে প্রথমে একজন এবং পরে দুইজন ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের কিছু লক্ষণ দেখে আমাদের কাছেও সন্দেহ হয়। এসময় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। এরা তিনজনই ঢাকা থেকে হাকিমপুরে আসেন। এদের দুইজনের বাড়ী দিনাজপুরে। একজন স্থানীয়।

তিনি জানান, সরকারিভাবে এখনো পর্যন্ত ডেঙ্গু পরীক্ষার জন্য কোনো কিট হাসপাতালে সরবরাহ করা হয়নি। একারণে ওই তিনজনকে দিনাজপুর ও রংপুরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১